নিউজ ডেস্ক: লোকসভার প্রিভিলেজ কমিটির নোটিসে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সন্দেশখালিকাণ্ডের আবহে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাজ্যের পাঁচ প্রশাসনিক কর্তাকে ডেকে পাঠিয়েছিল লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগের প্রেক্ষিতে এই নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুকান্ত মজুমদারের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক-সহ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান এবং বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করা হয়েছিল। সংসদীয় কমিটির তলবের বিরুদ্ধে সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যসচিব। সোমবার বিষয়টিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী কপিল সিব্বল। আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিও দৃষ্টি আকর্ষণ করেন। তার পরেই স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে বচসা হয় সুকান্তর। তাঁর অভিযোগ ছিল, তাঁকে পুলিশ যেতে বাধা দেয়। উলটো দিকে বিজেপির লোকজন ইট ছোড়ে বলেও পালটা অভিযোগ ওঠে। গন্ডগোলের জেরে সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। বিজেপি সাংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি মুখ্যসচিব, ডিজি-সহ পাঁচ আধিকারিককে তলব করে। সোমবারই আধিকারিকদের হাজির হওয়ার কথা ছিল। কিন্তু সেই নোটিসে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।