নিউজ ডেস্ক: একেই সন্দেশখালি নিয়ে উত্তপ্ত রাজ্য। তারওপর সামনেই আবার লোকসভা নির্বাচন। আর এই আবহকে হাতিয়ার করেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৭ মার্চ বারাসাতে উত্তর ২৪ পরগনা জেলা মহিলা বিজেপির সমাবেশে যোগ দেবেন তিনি। এরই সঙ্গে দীর্ঘদিন ধরে পড়ে থাকা তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানাতে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী।
এছাড়াও সুকান্ত মজুমদার আরও বলেন, “আমরা আপাতত বারাসাতে সভা ঠিক করেছি। কারণ সন্দেশখালিতে রাজ্য প্রশাসনের তরফে নানারকম বাধা আসছে। এই সরকার অগণতান্ত্রিক সরকার। সরকারের গালে থাপ্পড় মারার জন্য প্রধানমন্ত্রী যাচ্ছেন। কোর্ট তো অনেকবার থাপ্পড় মেরেছে। এবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি থাপ্পড় মারবে, রাজনৈতিক থাপ্পড়। মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, তা কোনওভাবে সহ্য করা যায় না। তার প্রতিবাদ জানাতে, মহিলাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী যাচ্ছেন। সন্দেশখালির মা-বোনেদের পাশে থাকার বার্তা দিতে তিনি বাংলায় আসবেন। এদিনের সভা মূলত মহিলাদের নিয়েই, পাশাপাশি অনান্যরাও উপস্থিত থাকবেন।”
সূত্র মারফত জানা গিয়েছে, বারাসতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। সেখানে দলীয় অনুষ্ঠানের পর তিনি একটি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। সেই সভা সেরেই প্রধানমন্ত্রীর দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রোর ঐতিহাসিক সফরে শামিল হওয়ার কথা রয়েছে। মেট্রো রেল সূত্রের খবর, প্রধানমন্ত্রী এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রোতে চড়ে গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে হাওড়া মদয়ানে যাবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে এবিষয়ে রেলকে প্রস্তুতি সেরে নেওয়ার নির্দেশ দিয়েছে।
ফলত ভোটের আগে প্রধানমন্ত্রীর বাংলা সফর এবং বারাসতে জনসভা নির্বাচনের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনীতিকবিদরা।