নিউজ ডেস্ক : ঋতুসন্ধিতে দাঁড়িয়ে বাংলা। চলছে আবহাওয়ার খামখেয়ালিপনা। আস্তে আস্তে ফাইনালি লেপ কম্বল গুটিয়ে ফেলার দিন এসে গেছে। পাখাও চালাতে হচ্ছে দিনের কোনও না কোনও সময়। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। উপকূলের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা আপাতত স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে।
উত্তরবঙ্গে সকালে কুয়াশার সম্ভাবনা থাকলেও পরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মঙ্গলবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দার্জিলিংয়ে। শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়া তিন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও। ২১ ফেব্রুয়ারি, বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বাকি জেলাতেও।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গতেও মেঘলা আকাশ এবং বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যের ১০ জেলায়। জারি হলুদ সতর্কতা। বৃষ্টি বেশি হতে পারে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম,পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এই জেলার সংলগ্ন জেলাগুলিতেও এর প্রভাব পড়তে পারে।
পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। কলকাতায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।