নিউজ ডেস্ক: তৃণমূলের দাবি মেনে অবশেষে চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল। সোমবার রাতের দার্জিলিং মেলে কিষাণগঞ্জ স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বিহারের কিষাণগঞ্জ স্টেশনে নেমে সড়কপথে তাঁর চোপড়া পৌঁছনোর কথা রয়েছে।
অন্যদিকে রাজ্যপাল আসার আগে চোপড়ায় মাটি ধসে মৃত চার শিশুর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে সোমবার চেতনাগছ গ্রামে আসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন চোপড়ায় মৃত চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি । তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি, বিধায়ক হামিদুল রহমান ও জেলা নেতৃত্ব । এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্যও বিএসএফ-এর দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে সরব হন।
প্রসঙ্গত, কয়েক দিন আগে উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের কাটা নর্দমায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়েছিল। তার পর বিএসএফের শাস্তির দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তৃণমূলের প্রতিনিধিদল রাজভবনে গিয়ে দাবি জানিয়ে এসেছিল, রাজ্যপালকে চোপড়ায় যেতে হবে। তাদের দাবি জোরদার করতে চোপড়ার শিশুমৃত্যুর ঘটনা নিয়ে রাজভবনে স্মারকলিপি জমা দেয় তৃণমূলের ১২ সদস্যের প্রতিনিধিদল। সেই দলে ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য-সহ নজন প্রতিনিধি। সেই দিনই রাজ্যপাল সিভি আনন্দ বোস কথা দিয়েছিলেন তিনি যাবেন। সেই কথা রাখতেই মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল।