নিউজ ডেস্ক: শেখ শাহজাহানকে
গ্রেফতার করার বিষয়ে ফের আদালতের দারস্থ ইডি। আদালতের নির্দেশের জন্য SIT গঠন হয়নি। ন্যাজাট থানা আদালতের নির্দেশে কাজ বন্ধ
রেখেছে। ইডি কাজ করছে না বলে অভিযোগ আসছে। আসল অপরাধী ঘুরে বেড়াচ্ছে। আগামী ছয়
মার্চের আগে শুনানির আর্জি। আরো নয় দিন অপেক্ষা করুন, মন্তব্য
প্রধান বিচারপতির। এখনই শুনানি নয় জানাল আদালত।