নিজস্ব প্রতিনিধি, আসানসোল : হোটেলের ভেতর
ফের শুট আউট। গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে হোটেলের রুমের মধ্যে।
আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত মনোজ সিনেমা হলের কাছে একটি হোটেলে এই ঘটনা ঘটেছে।
কোনও গ্রাহক এই হোটেলে ৩০৬ নম্বর রুমে এসেছিলেন। তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কি
করে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছে তা এখনো জানা যায়নি। হোটেল কর্তৃপক্ষ মুখে কুলুপ
এঁটেছে। ৩০৬ নম্বর রুমে গিয়ে দেখা যায় রুমটি কে পুলিশ সিল করে দিয়েছে। এদিকে এই
ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ এই হোটেলে
অবৈধভাবে প্রচুর যুবক-যুবতী আসে এবং চলে
যায়। এখানে সেরকমই কোন ঘটনা ঘটেছে। ওরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে হোটেল বন্ধের
দাবিতে। পুলিশের রেজিস্টারে তেমন কিছুই এখনো পায়নি। তবে হাসপাতালে যে মৃতদেহটি
পৌঁছেছে জানা গেছে তার নাম রোহন প্রসাদ রাম। বয়স২১। বাড়ি কুলটির নিয়ামতপুর।