নিউজ ডেস্ক: তিনদফা দাবি জানিয়ে বিক্ষোভ অবস্থান
সামিল হলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে
দল-মত নির্বিশেষে সমস্ত অস্থায়ী কর্মীরা এই বিক্ষোভে যোগ দেন। তাঁদের মূল দাবি,
দৈনিক মজুরি অন্তত ১০০ টাকা বাড়াতে হবে। দ্বিতীয়ত, নিয়মিত কাজের ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, অস্থায়ী
কর্মীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ বন্ধ করতে হবে।
দীর্ঘদিন বিক্ষোভ চলার পর বিশ্ববিদ্যালয়ের
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তরুণ মজুমদার বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন। তিনি
আশ্বাস দেন আগামী ১২ দিনের মধ্যে প্রথম দুটো দাবি মিটিয়ে নেওয়ার পদক্ষেপ করা হবে।
তবে তিনি তৃতীয় দাবিটি অর্থাৎ অস্থায়ী কর্মীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের কথা
অস্বীকার করেন। বলেন, অস্থায়ী কর্মী থেকে শুরু করে
শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র-গবেষক
সকলেই বিশ্ববিদ্যালয়ের সম্পদ। তাঁর আশ্বাসের পর
বিক্ষোভ-অবস্থান তুলে নেন অস্থায়ী কর্মীরা।