নিউজ ডেস্ক: অস্ত্র সহ পুলিসের হাতে গ্রেফতার
নদিয়ার রানাঘাট আদালতের দুই আইনজীবী,
সহ এক আইনের ছাত্র, একজন ল ক্লার্ক ও একজন কুখ্যাত সমাজবিরোধী। মঙ্গলবার
ভোর রাতে মিলন নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে হাসখালি থানার পুলিশ। পুলিশ
সূত্রে খবর, সোমবার গভীর রাতে হাসখালি পুলিশ গোপন সূত্রে খবর
পায় হাসখালি থানা এলাকার বাসিন্দা আশিস নামের এক কুখ্যাত
সমাজবিরোধীকে খুনের উদ্যেশে জড়ো হয়েছে কিছু ব্যক্তি। আর এরই হাঁসখালি পুলিশের পেট্রোলিং ভ্যান বিভিন্ন এলাকায়
তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে। আর সেই নাকা চেকিং
চালানোর সময় মিলন নগর এলাকায় একটি গাড়ী থেকে একটি ৭ এম এম পিস্তল ও একটি দেশী
পিস্তল সহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। ঘটনায় গাড়ীতে থাকা প্রসেনজিৎ দেবশর্মা ও সুদীপ
ব্রহ্ম নামের দুই আইনজীবী সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে
পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরে
আশিস নামের ওই সমাজবিরোধীকে খুনের উদ্যেশে এসেছিল ওই দুই আইনজীবী ও
তার সহযোগীরা। মঙ্গলবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে তোলে পুলিশ।