নিউজ ডেস্ক: রাজ্য বাজেটে আশাকর্মীদের ভাতাবৃদ্ধি না করার প্রতিবাদে কর্মবিরতি করার পরিপ্রেক্ষিতে হরিণঘাটা ব্লকের ১৫ জন আশাকর্মীকে সোমবার বিডিও অফিসে ডেকে পাঠানো হয়। তাদের মুচলেকা দিয়ে জানাতে বলা হয় আগামীতে আর কর্মবিরতি না করার অঙ্গীকার করতে বলা হয়। কিন্তু ওই ১৫জন আশাকর্মী তা মানতে রাজি না হওয়ায় অসন্তোষ সৃষ্টি হয়। এরই মাঝে অসুস্থ হয়ে পড়েন স্বরূপা দেবনাথ নামে এক আশাকর্মী। কোনও সাহায্য সহযোগিতা করা হয়নি বিডিও অফিসের তরফে। অন্যান্য আশা কর্মীরাই রাস্তা থেকে টোটো ভাড়া করে স্বরূপাকে ভর্তি করে হাসপাতালে।
মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে হরিণঘাটায় প্রতিবাদ মিছিলে সামিল হন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যারস। এই প্রতিবাদ মিছিলে অংশ নেন হরিণঘাটা আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে ২০০-রও বেশি আশাকর্মী। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন। এছাড়াও AIUTUC এর রাজ্যের সহ-সভাপতি নন্দ পাত্র এবং হরিণঘাটা আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা মাধুরী পাল দত্ত। এই প্রতিবাদ মিছিল শুরু হয় হরিণঘাটার বড়জাগুলি মোড় থেকে। দীর্ঘ পথ অতিক্রান্ত করে হরিণঘাটার বড়জাগুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে বিক্ষোভের রূপ নেয় এবং হরিণঘাটা স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিতে যায় আন্দোলনকারীদের মধ্যে থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল। কিন্তু জানা যায় মঙ্গলবার হাসপাতালে কোন আধিকারিক বা কর্তব্যরত কেউ ছিলনা ফলে তাদের স্মারকলিপি জমা দেওয়া হয়নি। আগামীকাল অর্থাৎ বুধবার তারা এই স্মারকলিপি জমা দেবে। এরপর সংশ্লিষ্ট প্রশাসন তাদের আবেদনের সাড়া না দিলে বা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে সংগঠনের নির্দেশ মেনেই বৃহত্তর আন্দোলনে নামবে আশা কর্মীরা বলে হুঁশিয়ারি দিয়েছেন।