নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম
মঙ্গলবার বিকেল চারটা নাগাদ ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের রামেশ্বর নয়াগ্রাম বাস রাস্তার মাঝে বাগডোবা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে নয়াগ্রামের কাজলা জনকল্যাণ সমিতির ওই অ্যাম্বুলেন্সে বাগডোবা এলাকার লোধা সম্প্রদায়ের ১৩ জন মানুষকে মঙ্গলবার চক্ষু পরীক্ষা শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের চক্ষু পরীক্ষা করার পর তাদের বাগডোবা গ্রামে ফিরিয়ে আনা হয়। ওই অ্যাম্বুলেন্সে থাকা ১৩ জন কে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর অ্যাম্বুলেন্সের চালক যখন ফিরে যাচ্ছিল সেই সময় আচমকা অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়, রাস্তার ধারে অ্যাম্বুলেন্সকে রেখে কোনক্রমে অ্যাম্বুলেন্স থেকে নেমে প্রাণে বাঁচে চালক। স্থানীয় ভিলেজ পুলিশ তপন সরেন বিষয়টি নয়াগ্রাম থানার পুলিশকে জানায়। সেই সঙ্গে গ্রামবাসীদের বিষয়টি জানান। গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে গোটা অ্যাম্বুলেন্সটি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঠিক কি কারণে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে গিয়ে নয়াগ্রাম থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।