নিউজ ডেস্ক : দেবকে ফের ইডি তলব। গরু পাচার মামলায় দেবকে বুধবার দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, সকাল ১১ টায় হাজিরা দিতে বলা হয়েছে ঘাটালের তৃণমূল সাংসদকে। এপ্রসঙ্গে তৃণমূলের দাবি প্রতিহিংসা করতেই দেবকে নোটিশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, আর্থিক তছরূপের মামলায় জিজ্ঞাসার জন্য তলব তাঁকে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি দেবকে ইডির নোটিস পাঠানোর খবর প্রকাশ্যে এসেছিল। ই-মেল মারফত এই নোটিশ তাঁকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইডির ওই সমনের ভিত্তিতে বুধবার যথা সময়ে ইডি দফতরে হাজিরা দেবেন দেব। এমনটাই তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।
তবেই এটাই প্রথম নয়। এর আগে ২০২২ সালে ১৫ ফেব্রুয়ারিতে দেবকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে খবর, সেই সময় গরু পাচার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আর এবারও ওই একই মামলায় ইডির তরফে তলব এল।
সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের মুখেই ফের একবার তলব করা হল অভিনেতা সাংসদকে। বুধবার বেশ কিছু নথিও সাংসদকে নিয়ে যেতে বলা হয়েছে বলে খবর। ভোটের মুখে নতুন করে ফের গরু পাচার মামলায় দেবকে ইডির নোটিশ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
যদিও নোটিস পাওয়ার দিন থেকে ইডির তলব নিয়ে দেব নিজে বলেননি তিনি ইডি দফতরে হাজিরা দেবেন কি না। এরইমধ্যে সম্প্রতি রাজনীতি থেকে দেব বিদায় নেবেন এমন ইঙ্গিত দিয়েছিলেন দেব নিজেই। এবিষয়ে অনেকেই জল্পনা ছড়িয়েছিল তিনি নাকি তৃণমূল থেকে বিজেপিতে যাবেন। এ কথা রটতেই রাজনৈতিক মহলে বেশ জলঘোলা হয়েছিল। সংসদের বাজেট অধিবেশনের শেষে দেব ঘোষণা করে দিয়েছিলেন, লোকসভায় তাঁর শেষ দিন। কিন্তু এরপরেই আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরই মনে করা হচ্ছে সিদ্ধান্ত বদল করেন অভিনেতা সাংসদ। ফের রাজনীতিতে থেকে যাওয়ার সিদ্ধান্তের নেন তিনি।