নিউজ ডেস্ক: ফের দিল্লি চলো ডাক কৃষকদের। বুধবার থেকে দ্বিতীয় দফায় জোরকদমে শুরু হচ্ছে কৃষকদের দিল্লি চলো অভিযান। কেন্দ্রীয় সরকারের এমএসপি পরিকল্পনাকে ইতিমধ্যেই বাতিল করেছে কৃষকরা। তাঁদের কথায় কেন্দ্রীয় সরকারের প্রস্তাব কৃষকদের স্বার্থ বজায় রাখছে না। তাই বুধবার থেকে ফের তাঁরা প্রতিবাদের পথে নামছে।
এই অভিযান আটকাতে মঙ্গলবার থেকেই রাজধানীর সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে আধা সেনা। টিকরি বর্ডারে নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে। রয়েছে জলকামান থেকে শুরু করে কাঁদানে গ্যাসের সেল। এ আন্দোলনের অংশ হিসেবে দিল্লি অভিমুখে পদযাত্রার জন্য বুধবার যখন পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা তখনই সেখানে তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।
অন্যদিকে দ্বিতীয় দফার আন্দোলন শুরুর মুখে কেন্দ্রীয় সরকার ১৭৭টি সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্লক করে দিয়েছে। কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রকের বক্তব্য, নিরাপত্তার কারণে স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশের ভিত্তিতে তারা এই পদক্ষেপ করেছে। ওইসব সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ।
প্রসঙ্গত, ফসলের নূন্যতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনের দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। গত সপ্তাহেও কেন্দ্রের তিন মন্ত্রীর সঙ্গে কৃষকদের বৈঠক হয়। সেখানে সরকারের পক্ষ থেকে তিনটি প্রস্তাব রাখা হয়, সেই নিয়ে কৃষক সংগঠনগুলি আলাদা করে বৈঠকও করে। তবে মঙ্গলবার সংগঠনগুলির পক্ষ থেকে প্রস্তাব খারিজ করে দেওয়া হয়, সেই সঙ্গে এও ঘোষণা করা হয় যে বুধবার থেকে ফের তাঁরা ‘দিল্লি চলো’ আন্দোলনে নামবে।