নিউজ ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখে
বারবার উঠে আসছে বলিউড সুন্দরী ঐশ্বর্য
রায়ের নাম। নিয়ম করে সভায় টানছেন ঐশ্বর্যর প্রসঙ্গ। পকেট্মার
থেকে বাজারদর সবেতে “ঐশ্বর্য আর ঐশ্বর্য”। সেলবকে নিয়ে নেতার পাগলামি ধরা পড়েছে ক্যামেরায়।
সম্প্রতি একাধিক সভায় এই কংগ্রেস নেতা বিভিন্ন
প্রসঙ্গে বারবার ঐশ্বর্য রায়ের নাম উল্লেখ
করেছেন। প্রসঙ্গত, রাহুল এখন তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা
সফরে রয়েছেন উত্তর প্রদেশে। সেখানেই ভারত জোড়ো ন্যায় যাত্রায় হঠাৎই বলিউডকে
টেনে আনলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তা-ও আবার চলচ্চিত্র জগতের খাস বচ্চন
পরিবারের পুত্রবধূকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে অমিতাভ
বচ্চন এবং তাঁর পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের নাম করলেন রাহুল।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা
করতে গিয়ে রাহুল বলেন, ”রাম মন্দিরের প্রাণ
প্রতিষ্ঠা উৎসব দেখেছেন আপনারা? সেখানে কোনও OBC মুখ দেখেছেন? দলিত কিংবা আদিবাসীদের দেখা গিয়েছে?
অথচ সেখানে ছিলেন অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই
এবং নরেন্দ্র মোদী। কিন্তু যারা সত্যিকারের দেশ চালায়, তাদের
কাউকে দেখা যায়নি। এরা প্রমাণ করতে চায় যে আপনারা কখনওই দেশ পরিচালনা করতে পারবেন
না।” রাহুল গান্ধীর এহেন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। মোদির বিরুদ্ধে কথা বলতে
গিয়ে তিনি যেভাবে বিগ বি এবং তাঁর পুত্রবধূ ঐশ্বর্যর নাম টেনেছেন, তা নিয়ে সোশাল মিডিয়ায় অনেকেই আপত্তি প্রকাশ করেছেন।
এর আগেও রাহুল গান্ধী কে একাধিক সভায় নানান
প্রসঙ্গে ঐশ্বর্যর নাম তুলে নানা বক্তব্য পেশ করতে শোনা যায়। কেন তিনি সবসময় বলিউড
তারকাকেই নিশানা করছেন বা তার কথা উল্লেখ করছেন তা নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে। ফলে সাধারন
জনতার মুখে মুখে এখন এ প্রসঙ্গই ঘুরপাক খাচ্ছে।