নিউজ ডেস্ক : ফেব্রুয়ারীতেই মে মাসের আবহাওয়া টের পাওয়া যাচ্ছে। এখনই তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি ছুঁয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী এই সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। অন্যদিকে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গে দুই দিনাজপুরে এখনও শীতের আবহাওয়া রয়েছে। পূর্বাভাস অনুযায়ী দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। বৃহস্পতিবার উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে ।
অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শীত মোটামুটিভাবে বিদায় নিয়েছে বলেই ধরা যায়। এই আবহেই ফের একবার দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ভ্রুকুটি। শহর থেকে জেলা, প্রায় সর্বত্রই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শুধু বৃষ্টিই নয়, তারই পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে জেলায়-জেলায়। পাশাপাশি রয়েছে শিলাবৃষ্টির পার্বাভাস। শিলাবৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।
এদিকে কলকাতায় শীত একেবারেই উধাও। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বাড়ল। ৩২ ডিগ্রির ঘরে এখন সর্বোচ্চ তাপমাত্রা। সকালের দিকে থাকছে আংশিক মেঘলা আকাশ। তবে বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। যদিও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরতলীতে। সপ্তাহের শেষে শনিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।