নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত দিল্লি। হরিয়ানার খানাউরি সীমান্তে এক কৃষকের মৃত্যু ঘিরে ফের ধুন্ধুমার পরিস্থিতি। প্রতিবাদ সভা চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের সময়ই ওই কৃষকের মৃত্যু হয় বলে খবর। ঘটনায় কৃষকদের তরফে অভিযোগের আঙুল পুলিশের দিকেই। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
জানা গেছে কৃষকরা ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে হরিয়ানার দিক থেকে ধেয়ে আসে কাঁদানে গ্যাসের শেল, রবার বুলেট। এতেই মৃত্যু হয় প্রতিবাদরত এক কৃষকের। এদিকে কৃষকের মৃত্যুর পর ‘দিল্লি চলো’ অভিযান দুদিনের জন্য স্থগিত রাখার ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। বুধবার বিকেলে হরিয়ানার খানৌরিতে আন্দোলনরত তরুণ কৃষক শুভ করণ সিংয়ের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। যদি চিকিৎসকরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে। সূত্রের খবর, তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই এক জনের মৃত্যু হয়। তবে বাকি দুই জনের অবস্থা স্থিতিশীল ছিল।
খানৌরির এই ঘটনার প্রেক্ষিতেই আগামী দুদিন আন্দোলন স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।। এরই মধ্যে আলোচনায় বসবে সংগঠনগুলি। তারপরই পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানা গেছে। আন্দোলনের গতিপ্রকৃতি নিয়েও আলোচনা হবে।
প্রসঙ্গত,কৃষকদের ‘দিল্লি চলো’ পদযাত্রার পরিপ্রেক্ষিতে, হরিয়ানা সরকার বুধবার সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট এবং এসএমএস-এর উপর নিষেধাজ্ঞা ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। আম্বালা, কুরুক্ষেত্র, কাইথাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং সিরসা জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। এরই সঙ্গে বেশ কিছু এক্স হ্যান্ডেল ও পোস্ট নিষিদ্ধ হচ্ছে ভারতে। সরকারি নির্দেশিকা মেনে এই কাজ করতে চলেছে এলন মাস্কের সংস্থা এক্স বা সাবেক টুইটার। যদিও সরকারি এই নির্দেশের সঙ্গে তারা সহমত নয় বলে সাফ জানিয়েছেন মাস্কের সংস্থার শীর্ষ আধিকারিকরা। যদিও এ নিয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু এক্সের পোস্ট সামনে আসার পর থেকেই জলঘোলা শুরু হয়েছে।