নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে চালু হল দূষণমুক্ত পরিবেশ বান্ধব বাস পরিসেবা।
বিএস সিক্স মডেলের পরিবেশ বান্ধব দুটি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন হল বৃহস্পতিবার। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের উদ্যোগে চালু হয় দুটি বাসের পরিষেবা।
জানা গেছে প্রতিদিন একটি বাস মালদা ডিপো থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। অন্যদিকে আরও একটি বাস ফারাক্কা থেকে শিলিগুড়ি যাবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ গৌড় কন্যা টার্মিনাসে নারকেল ফাটিয়ে এবং সবুজ পতাকা দেখিয়ে বাস যাত্রার সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রাক্তন সচিব চাঁদ মোহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন, মালদা ডিপো ইনচার্জ মলয় কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা।
উল্লেখ্য যাত্রীদের স্বাচ্ছন্দর কথা মাথায় রেখে ও পরিষেবা আরামদায়ক হবে এমন ভাবেই এই দুটি বাস তৈরি করা হয়েছে। প্রায় দূষণমুক্ত এই বাসগুলি প্রতিদিন মালদা এবং ফারাক্কা থেকে যাত্রী নিয়ে যাবে শিলিগুড়ি। প্রসঙ্গত এই দুই বাস পরিসেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি উত্তরবঙ্গের সাধারন মানুষ। তাদের আশা এই দুই বাস পরিসেবা তাদের চলার পথে যাতায়াতে অনেকটাই সুবিধা করবে। অপর দিকে এই দুই বাস পরিবেশ বান্ধব হওয়ায় পরিবেশের ওপর কোনো প্রভাব পড়বেনা।