নিউজ ডেস্ক: সিংহীর নাম পরিবর্তন নিয়ে এবার পদক্ষেপ গ্রহন করা হবে। সম্প্রতি একথা কোর্ট কে জানাল সরকার পক্ষ। শেষ পর্যন্ত মামলা গড়াল প্রধান বিচারপতির এজলাসে। গত ১৬ ফেব্রুয়ারী বেঙ্গল সাফারি পার্কে সিংহীর নাম সীতা রাখায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে বিশ্ব হিন্দু পরিষদ।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্টেট জু অথরিটি র কাছে রিপোর্ট চেয়ে পাঠায়। এদিন সিঙ্গল বেঞ্চে পুনরায় মামলা শুনানির জন্য উঠতেই দেবদেবী বা স্বাধীনতা সংগ্রামীর নামে পশু পাখির নাম রাখা যায় কিনা এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সরকার পক্ষের আইনজীবী জয়জীৎ চৌধুরী দাবি করেন সিংহ,সিংহীর নাম ত্রিপুরাতেই রাখা হয়েছে। শেষ পর্যন্ত সিংহীর নাম বদল মামলা গড়ায় প্রধান বিচারপতির বেঞ্চে।
বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী সুদীপ্ত মজুমদার বলেন, আজ রাজ্যের তরফে রিপোর্ট জমা করে বলা হয়েছিল। রিপোর্ট শুনবার পর বিচারপতি এই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা করে আগামী দশ দিনের মধ্যে প্রধান বিচারপতির এজলাসে পাঠাবেন। তাই আমাদের আগামীকালের মধ্যে এই মামলার যাবতীয় সংশোধন করতে বলেছেন। আমরা তা অবশ্যই করবো। আমাদের সীতা নাম নিয়ে আপত্তি ছিলো। অপরদিকে আজ রাজ্যের তরফে সিংহীর নাম বদল করে দেবে বলা হয়েছে। যদি নাম বদল হয়ে যায় তবে সব মিটে গেলো। কিন্তু যতক্ষন পর্যন্ত নাম বদল করা না হচ্ছে মামলা চলবে।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছিল একটি সিংহ ও একটি সিংহীকে। সিংহের নাম রাখা হয়েছিল আকবর এবং সিংহীর নাম রাখা হয় সীতা। এরপর এই নাম রাখাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। সিংহীর সীতা নাম রাখার বিরুদ্ধে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদ।