নিউজ ডেস্ক : ঝেঁপে বৃষ্টি কলকাতায়। ভরা বসন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি। ফের একবার জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দুর্যোগ শুরু হয়েছে বৃহস্পতিবারই। এই পরিস্থিতি চলবে আরও বেশ কয়েকদিন। বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। জেলায়-জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা। রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ। কোথাও পুরোপুরি মেঘলা আকাশ।
কলকাতায় রাত ও দিনের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমল। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবারও কলকাতাতে বৃষ্টি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের মূলত পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বেশি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।