নিউজ ডেস্ক: একদিকে সন্দেশখালির আবহ অন্যদিকে সামনে লোকসভা নির্বাচন। আর এরই মধ্যে রাজ্যে এক সপ্তাহের মধ্যে ৩ বার বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী মাসের শুরুতেই ১ মার্চ আরামবাগে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী মোদি। তৃণমূলের দখলে থাকা ওই লোকসভা কেন্দ্রটিকে এবার টার্গেট করেছে বিজেপি। এরপর ২ মার্চও নদিয়ার কৃষ্ণনগরে সেদিন সভা করতে পারেন তিনি। আবার ৬ তারিখ তিনি আসবেন বারাসতে সভা করতে।
হুগলির আরামবাগের হাত ধরেই এ রাজ্যে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সভা হওয়ার কথা বলে জানা যাচ্ছে। এর আগের নির্বাচনে মাত্র ১২০০ ভোটের ব্যবধানে আরামবাগ লোকসভা কেন্দ্র হাতছাড়া হয় বিজেপির। এবার সেখান থেকেই এবার ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রীর।
সূত্রে খবর, সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে ৬ মার্চ বারাসতে ‘মহিলা সম্মেলন’ করবেন প্রধানমন্ত্রী। আর ওই সমাবেশে বক্তব্য রাখবেন মোদী। আর সন্দেশখালির নির্যাতিতারা মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন। মূল মঞ্চের পাশে পৃথক একটি মঞ্চ গড়া হবে। সেখানেই মুখ ঢেকে বসবেন নির্যাতিতারা।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তাঁরা দেখা করতে চান, তাহলে আমরা দেখা করাব। তাঁদের ইচ্ছের উপর নির্ভর করছে।’লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে বাংলায় নিয়ে এসে চব্বিশের নির্বাচনে শাসকদলকেই যে চ্যালেঞ্জ করতে চাইছে পদ্মশিবির, তা এককথায় স্পষ্ট।
পাশাপাশি, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই পশ্চিমবঙ্গের মাটিতে নিজেদের জমি আরও শক্ত করতে মোদী আরামবাগ ও কৃষ্ণনগর এই দুই লোকসভায় প্রচারে নামছেন বলেও মনে করছেন অনেকে।