নিউজ ডেস্ক : আবারও বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়। শীত বিদায় নিতেই ফের ধেয়ে এসেছে দুর্যোগ। এই মরশুমে ভরা শীতে দফায়-দফায় বৃষ্টি হয়েছে বাংলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হয়েছে। সপ্তাহের শেষে শনিবার ফের একবার বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। শনিবার দিনভর জেলায়-জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার কলকাতাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে শুক্রবারের অনুপাতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ভিজতে পারে শনিবার। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ পাশাপাশি মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গও শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মূলত দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তবে শুধু শনিবারই নয়, রবিবারেও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে।
বাংলা ছাড়াও কেরল ও দক্ষিণ ভারতের কিছু অংশে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।