নিউজ ডেস্ক: সামনেই লোকসভা ভোট। যদিও ভোটের নির্ঘণ্ট প্রকাশ না হলেও প্রস্ততি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। আশা করা হচ্ছে, এপ্রিল-মে মাসেই লোকসভা ভোট হতে পারে। সূত্রের খবর,নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই ১০০ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির।
প্রসঙ্গত, শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে বিজেপির বৈঠক। এই বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জানা গেছে সমস্ত রাজ্যে নির্বাচনী প্রস্তুতি কেমন, কীভাবে প্রচার চালানোর পরিকল্পনা করা হচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের বৈঠকে।
সূত্রের খবর, বিধানসভা নির্বাচনগুলিতে যেভাবে ছোট ছোট প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সেই পথে হাঁটবে না বিজেপি। তাই ফেব্রুয়ারির শেষে বা আগামী মার্চ মাসে বড় প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে, যেখানে শতাধিক প্রার্থীর নাম ও তারা কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন, তা বলা হবে বিজেপির তরফে।
অন্যদিকে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা নিয়ে জল্পনা চলছেই। আগামী পাঁচ বছর ভারতের শাসনভার কার হাতে থাকবে তা ঠিক করার ভোটের দিন ঘোষণার জন্য প্রায় আরও মাসখানেক সময় লাগতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে তারা ভোট করার জন্য পুরোপুরি প্রস্তুত। এবার ভারতে ৯৭ কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। শোনা যাচ্ছে এবার নির্বাচনে ৬-৭ দফায় হতে পারে। বাংলা, বিহারের মত রাজ্যে ভোট কয়েক দফায় ভেঙে দেওয়া হতে পারে। বিরোধীদের অভিযোগ থাকলেও এবারও লোকসবা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেওয়া হবে বলে জানা গেছে।