নিউজ ডেস্ক: ভাগীরথী থেকে তোলা বালি আটক করল
কল্যাণী মহকুমার ভূমি ও ভূমি রাজস্ব বিভাগ। বেশ কিছুদিন ধরেই ফোনে কল্যাণী মহকুমার
ভাগীরথী নদীর বিস্তীর্ণ পাড়ের এলাকা থেকে অবৈধভাবে মাটিকাটা ও নদী থেকে বালি
তোলার অভিযোগ আসছিলো কল্যাণী মহকুমার ভূমি ও ভূমি রাজস্ব বিভাগ। স্থানীয়
বাসিন্দারা সেই অভিযোগ করলেও তাঁরা নামপ্রকাশ করতে চাননি। অভিযোগ পেয়ে কল্যাণী
মহকুমার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর আধিকারিকরা ২১ তারিখ চরজাজিরা এলাকা পরিদর্শনে
আসেন। তাঁদের নজরে আসে ঘটনার সত্যতা। তাঁরা আটক করেন প্রচুর পরিমাণ নদী থেকে তোলা
বালি। বসানো হয় পুলিশ পিকেট।
শনিবার সকালে কাছারিপাড়ায় বেআইনিভাবে মাটি
কাটা হচ্ছিলো। সেই খবর পেয়ে সেখানে তল্লাশি অভিযান চালায় আধিকারিকরা। তাঁদের দেখে
পালিয়ে যায় দুষ্কৃতীরা। তিনটি ট্রলার ও মাটিকাটার বেশকিছু সরঞ্জাম বাজেয়াপ্ত
করেন আধিকারিকরা। পাশাপাশি কল্যাণী ব্লকের চরজাজিরায় অবৈধভাবে বালি তোলা হয়
সেগুলো বাজেয়াপ্ত করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।
কল্যাণী মহকুমার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের
ডিজিও পুষ্পাণ্য মণ্ডল স্বীকার করেন যে একশ্রেণির মাফিয়া নদীতীর থেকে বালি ও মাটি
পাচার করছে। সেদিকে দৃষ্টি রেখেই প্রতিনিয়ত সরেজমিনে তদন্ত চলছে। আটকও করা হচ্ছে
বালিতোলার সরঞ্জাম। তবে স্থানীয়দের অভিযোগ পুলিশের একাংশ মাসোয়ারার
বিনিময়ে চোখ বুজে থাকায় দীর্ঘদিন ধরে মাটি ও বালিপাচার হচ্ছে।