নিউজ ডেস্ক: সুন্দরবনে গ্রেফতার ৫ বাংলাদেশী জেলে। সুন্দরবনে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গ্রেফতার করা হয় ৫ বাংলাদেশী জেলেকে। শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের বন উপকূলরক্ষীরা এই পাঁচ বাংলাদেশি জেলেকে আটক করেছে বলে খবর। তাঁদের কাছ থেকে উদ্ধার করেছে ৫ কুইন্টাল গিটারফিশ, একটি স্টিংরে এবং একটি মাছ ধরার নৌকা।
জানা গেছে সুন্দরবনের কোর এলাকায় ঢুকে মাছ ধরছিল ওই ৫ জেলে। ওই একই সময় অর্থাৎ শুক্রবার রাতে সুন্দরবনের বন উপকূলরক্ষীরা টহল দিচ্ছিল ওই এলাকায়। তখনই হাতে নাতে উপকূলরক্ষীর কাছে ধরা পরে ওই জেলের দল। এরপর তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমানের মাছ। ঘটনার পরেই তৎক্ষণাৎ তাদের আটক করে সুন্দরবনের বন উপকূলরক্ষীরা।
প্রসঙ্গত, এর আগেও ডিসেম্বর মাসে পথ ভুলে ভারতীয় জলসীমা লঙ্ঘন করার অপরাধে বিপাকে পড়েছিল বাংলাদেশের ছয় মৎস্যজীবী। মাছ ধরতে ভারতীয় জলসীমায় সুন্দরবনের কোর এলাকায় ঢুকে পড়ে তারা। এরপরই বন দফতরের হাতে ধরা পড়ে। এরপর একটি নৌকাও সহ বাংলাদেশের ওই ছয় মৎস্যজীবীকে আটক করা হয়েছিল বন দফতর তরফে।