নদিয়া: নদিয়া কল্যাণীর মদনপুর রাজ রাজেশ্বরী
মেলায় ফুটে উঠল সম্প্রীতির মেল বন্ধন। প্রাচীন
কালের ঐতিহ্য আজও ধরে রেখেছে গ্রামবাসীরা। জানা গেছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত
মদনপুর প্রিয়নগরে এই দিনে অনুষ্ঠিত হত এই রাজ রাজেশ্বরী
মেলা। সেই সময় এতো যানবাহন চলাচল ছিল না। গরুর গাড়ি করে সবাই আসত, দুরদুরান্ত থেকে মানুষ আসত এই মেলা দেখতে। সাতদিন জমজমাট বিভিন্ন অনুষ্ঠান
হত, যাত্রা পালা, মাটির গান। আজ মেলা
হয় কিন্তু অনেক কিছু অতীত হয়ে গেছে। তবে পুরোনো সংস্কৃতি‘কে
আগলে রেখে আজও অনুষ্ঠিত হচ্ছে রাজ রাজেশ্বরী মেলা। শনিবার
এখানে রান্না খাওয়া হবে।
গঙ্গায় স্নান করে মন্দিরে পুজো দেবার
রীতি আজও বহন করে প্রাচীন নিয়মকে । সব
ধর্মের মানুষ এক হয়ে মিশে যায় এই সাত দিন। তবে সময় পরিবর্তনের সাথে সাথে অনেক
কিছু পরিবর্তন হয়েছে। কমে গেছে জায়গা। এরফলে অনেক অনুষ্ঠান করা সম্ভব হয় না। তবে এই রাজ রাজেশ্বরী মেলায় বাংলার সংস্কৃতি কৃষ্টি ও
সম্প্রতীর মেলবন্ধনের বার্তা আজও বহন করে আসছে।