নিউজ ডেস্ক : কখনো শীত কখনো গরম। বর্তমানে আবহাওয়ার খামখেয়ালি মেজাজ। ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব। বেলা বাড়লেই মাথার ওপর চড়া রোদ। তারপর মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টি। ফলে আবার ঠান্ডা অনুভূতি। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বাংলায় বৃষ্টির ভ্রুকুটি। সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।
উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও শীত বিদায় নিচ্ছে ধীরে ধীরে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এই মুহুর্তে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মনোরম আবহাওয়া রয়েছে। যদিও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ফের একবার জোরালো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের শুধুমাত্র পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
অন্যদিকে সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। তিন ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ থাকার পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।
পাশাপাশি কোলকাতাতেও মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে বলে জানানো হযেছে। আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বুধবার থেকে আবার বাড়বে তাপমাত্রা। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া।
প্রসঙ্গত, আবহবিদরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। পাশাপাশি ছত্তীসগঢ় ও তেলঙ্গানায় রয়েছে আরও ২টি ঘূর্ণাবর্ত। যার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত।