নিউজ ডেস্ক: রবিবার সন্ধ্যেবেলায় গাছায়
এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন অভিনেতা
রুদ্রনীল। সেখান থেকে ফেরার পথে কৃষ্ণনগর পৌরসভার সামনে একটি চায়ের দোকানে চা
খেতে আসেন । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ২৯৪ টা কেন্দ্রে তিনি
নিজেই প্রার্থী এমনটা ঘোষণা করে যা ভুল হয়েছে যা অন্যায় হয়েছে এমনটা আর হবে না
এই বলে পশ্চিমবঙ্গের মানুষকে ঠকিয়েছে। যিনি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি
মাননীয়া একজন মহিলা যার নির্দেশ ছাড়া পুলিশ আইএস আইপিএস নিঃশ্বাস হারেনা সেই
রাজ্যের প্রতিটি জেলায় জেলায় যে কুকর্মগুলো চলছে সেগুলো তিনি জানেন না বললে
ঘোড়াতেও হাসবে এবং হাসছেও। ওসব অজিত মাইতি ফাইতি দেখিয়ে কোন লাভ নেই মাননীয়া
নিজেই বলেছিলেন একটা অনুব্রত গেল তো কি হয়েছে এইরকম হাজার হাজার অনুব্রত রয়েছে
আমাদের। যে পরিকল্পনা এবং পদ্ধতিতে এরা মানুষের অধিকারটা লুট করে সেই কাপড়টা সরে
গেছে। সন্দেশখালি মা বোনেরা এক প্রকার জানান দিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের
মহিলারা ৫০০ টাকা ভাতা বাড়িয়ে যেভাবে মান ইজ্জত লুট চলছে সেই টাকাটা তারা গ্রহণ
করবেন না। রুদ্রনীল আরো বলেন লোকে বলে মাননীয়া সম্বন্ধে যতই এগিয়ে আসে ভোট। তখনই
তিনি পান চোট। সাধারণ মানুষ বুঝে গিয়েছে তৃণমূলের রাজনীতি, তাই
আগামী দিনে সারা পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকেই চায়।