নিউজ ডেস্ক: মৃতের নাম আশিষ হালদার। রবিবার বেলেঘাটা আই ডি হাসপাতালে মৃত্যু হত তার। তার বয়স ছিল ২৪ বছর।
তার বাড়ি 1/29 নেহেরু কলোনী এন এস সি বোস রোড রিজেন্ট পার্ক এলাকায়।
জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শেষ
মঙ্গলবার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয় তাঁকে। কোভিড
রিপোর্ট পজেটিভ আসার পরে, বেলেঘাটা আইডি হাসপাতালের
স্থানান্তরিত। রবিবার রাত ১০:২০ নাগাদ
মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গেছে মৃত্যুর পর দেহ নিয়ে টানাপড়েন হয়। পরিবার দেহ
চাইলে হাসপাতাল বলে দেয় দেহ দেওয়া যাবে না। রবিবার দুপুর
পর্যন্ত চলে টানাপড়েন। শেষমেশ ১৬ ঘণ্টা পর সোমবার দুপুরে কলকাতা পুরসভার গাড়িতে
দেহ পাঠানো হয় ধাপায়। ফলে পারিবারের মনে ক্ষোভ তৈরি হয়।