নিউজ ডেস্ক : ফের একবার বৃষ্টির পূর্বাভাস বাংলায়। গত কয়েকদিনে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। মঙ্গলবার আবারও উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি প্রায় সব জেলাতেই। বৃষ্টি হলেও শীতের দেখা আর মিলবে না। গরমের পালা শুরু হবে আর কয়েকদিনেই।
বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। বুধবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গের শুধুমাত্র পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। ফের বৃষ্টি বাড়তে পারে রবিবার। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের বেশ কিছু অংশে বৃষ্টি হতে পারে। যদিও বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশ কম। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেও শীত বিদায় নিয়েছে। তবুও গত কয়েকদিন সকাল-রাতে ঠান্ডার আমেজ রয়ে গিয়েছে। এবার শীতের মরশুমে দফায়-দফায় বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। শীতের বিদায়ের সময়ও পিছু ছাড়ছে না বৃষ্টি। মঙ্গলবারেও রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে ধীরে ধীরে পারদও বাড়তে শুরু করবে। অল্প দিনের মধ্যেই তাপমাত্রার পারদ বেশ খানিকটা বেড়ে গিয়ে গরমের অনুভূতি বেড়ে যেতে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। মঙ্গলবারেও রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। একইসঙ্গে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি জেলাতেও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে।
অন্যদিকে শহর কলকতায় মনোরম আবহাওয়া রয়েছে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে মঙ্গলবার বিকেলের পর থেকে শহরের আবহাওয়ায় কিছুটা বদল আসতে পারে। সন্ধের দিকে শহর কলকাতার কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে কলকাতার তাপমাত্রাও বাড়তে থাকবে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।