অমৃত ভারত রেল প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে
বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্যে উঠে এল শেখ শাহাজান, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের নাম। সরকারি অনুষ্ঠানেও রাজনীতির ছোঁয়া লাগায় ছড়ালো বিতর্ক। বার্নপুর স্টেশনের পুনরুন্নয়নের অনুষ্ঠানে
বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আসানসোল
দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা পাল এদিন রেলের অনুষ্ঠানের মঞ্চে
বক্তব্য রাখতে গিয়ে বলেন মোদীজীর গ্যারান্টি
“সবকা সাথ সবকা বিকাশ” আর মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের গ্যারান্টি
“মানুষকে লুট আর জনগণকে বাঁশ।” “দেশের
প্রধানমন্ত্রীর গ্যারান্টি ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
গ্যারান্টি শেখ শাহাজাহান, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক। উল্লেখ্য
সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহান এখন ফেরার। অন্যদিকে বাকি তিনজন দুর্নীতি দায়ে
রয়েছে জেলে।
এদিনে
অনুষ্ঠানে বিতর্ক উসকে দিলেন বিজেপি বিধায়ক। একই সাথে তিনি অভিযোগ করে বলেন
আসানসোলে তৃণমূল সংসদ শত্রুঘ্ন সিনহাকে অমৃত ভারত প্রকল্পের প্রথম পর্যায়ের ভূমি
পূজন ও শিলান্যাস অনুষ্ঠানে আসানসোলে ডাকা হয়েছিল। আদ্রা ডিভিশনের ডিআরএমের পিএ
ওই হোয়াটস্যাপ মেসেজটি পাঠান। তিনি ওইদিন শহরে থাকতেও আসেননি। এদিনও তিনি উপস্থিত ছিলেন না। অথচ ফলকে তার নাম জ্বলজ্বল করছে। আসলে মমতা
বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনীতি করেন ওনাকে ওই ধরনের রাজনীতি করতে শেখানো
হয়েছে। উনাকে তো দেখতেই পাওয়া যায় না।
প্রসঙ্গত দেশের ৫৫৪ টি স্টেশনকে অমৃত ভারত
স্টেশন প্রকল্পের অধীনে আনা হয়েছে। যার
মধ্যে স্থান পেয়েছে দক্ষিন পূর্ব রেলের আদ্রা ডিভিশনের তথা আসানসোল দক্ষিণ
বিধানসভার বার্নপুর স্টেশন ।সোমবার এই প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস করেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্নপুর স্টেশনে উপস্থিত
ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল। বার্নপুর স্টেশনের
পুনরুন্নয়নের কাজে ১১.০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উন্নয়নের কাজে প্রাধান্য
দেওয়া হয়েছে প্রতিবন্ধী যাত্রীদের সুবিধা দেওয়ার বিভিন্ন প্রকল্প । থাকছে
পার্কিং , কাফেটেরিয়ার মত অত্যাধুনিক ব্যবস্থাও। বার্নপুর স্টেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
রেলের চীফ প্রোজেক্ট ম্যানেজার কে সি শর্মা , সেইল আই এস পি
র প্রোজেক্ট এক্সিকিউটিভ সুরজিত মিত্র। এদিন মঞ্চ থেকে অগ্নিমিত্রা পাল হঠাৎ করেই
ঘোষণা করেন তিনি রেলমন্ত্রীর কাছে আবেদন করে দুটি নতুন প্রকল্পের অনুমোদন
করিয়েছেন। যার একটি আসানসোল কোর্টের রেলগেটের ওভারব্রিজ এবং দামোদর রেলগেটেড
আন্ডার পাস তৈরি। তৃণমূলের কটাক্ষ ভোটের আগে এসব ফাঁকা আওয়াজ তুলছেন অগ্নিমিত্রা।