মঙ্গলবার সকালে
সল্টলেকের ই ডি দপ্তরে হাজিরা দিতে এলেন ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত। শেখ শাজাহানের
মাছ সংক্রান্ত ব্যবসা মামলায় ইডি তলব করে ব্যবসায়ী অরুণ সেনগুপ্তকে। ম্যাগনাম
এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্ণধার এই অরুন সেনগুপ্ত। এই কোম্পানিটি চিংড়ি রফতানির সাথে যুক্ত। সূত্রের খবর,
এই কোম্পানির সঙ্গে শেখ শাহজাহানের ব্যবসায়িক
যোগাযোগ ছিল। ইতিমধ্যে শুক্রবার অরুণ সেনগুপ্তর বিরাটির বাড়িতে তল্লাশি করে ই ডি।
সোমবার ই ডি দফতরে হাজিরা দেয় অরুণ
সেনগুপ্তর মেয়ে। এরপর মঙ্গলবার ইডি দফতরে আসেন অরুন সেনগুপ্ত।
প্রসঙ্গত এই মামলায় এখনও অধরা
শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে গ্রেফতার করা নিয়ে আদালতের বাধা রয়েছে বলে তৃণমূলের তরফে
দাবি করা হয়। যদিও কলকাতা হাইকোর্টের তরফে সেই ভ্রান্ত ধারণা দূর করে দেওয়া হয়। তবু
অধরা রয়েছে শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিশ কিংবা ইডি। তবে ইডির তরফে
এখনও শাহজাহানকে ঘিরে ধরার প্রক্রিয়া চলছে। শাহজাহান ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া
চলছে।