নিউজ ডেস্ক: চিটফান্ড কাণ্ডের তদন্ত সূত্রে সোমবার দুপুরে মুকুল রায়ের বাড়িতে পৌঁছয় ইডির ৩ আধিকারিক। চলতি মাসের ১৫ তারিখ দিল্লিতে মুকুল রায়কে ইডির তলবের খবর সামনে আসে। ১৬ ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে ডেকে পাঠানো হয় মুকুলকে। যদিও মুকুল রায়ের বর্তমান যা শারীরিক পরিস্থিতি তাতে দিল্লি যাওয়া সম্ভব নয় বলেই সেই সময় জানিয়ে ছিল তাঁর পরিবার। যদিও মুকুল পুত্র শুভ্রাংশু জানিয়েছিল ইডি বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করলে করতে পারে, সেক্ষেত্রে সহযোগিতা করবে তারা। তারপরই সম্ভবত মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে এসে কথা বলার সিদ্ধান্ত নেয় সংস্থা।
জানা গিয়েছে চিটফান্ড মামলায় প্রায় ২ ঘণ্টা ধরে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দিতে পারেনি মুকুল রায়। খবর ইডি সূত্রে। যদিও এর আগেই ইডির সমন পেয়ে শুভ্রাংশু জানিয়েছিল দীর্ঘদিন ধরেই অসুখে ভুগছেন তৃণমূল নেতা মুকুল রায়। বেশির ভাগ কথাই স্মরণে থাকে না তাঁর। উপরন্তু কথা-বার্তায় অসংলগ্নতাও রয়েছে।
সোমবার ইডি আধিকারিকরা চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভ্রাংশু জানান, “আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি সহযোগিতা করব। আমরা চিঠি দেওয়ার পর ওরা বলে বাড়িতে আসবে। আজ এসেছিল। কথাবার্তা বলে গিয়েছে। ওরা আড়াই তিন ঘণ্টা ছিল। পুরোপুরি সহযোগিতা করা হয়েছে। আমি বাড়িতে ছিলাম না। একটা কাজে বাইরে ছিলাম। শুনেছি ওরা খুশি।”
প্রসঙ্গত, প্রায় ১৯০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে অ্যালকেমিস্ট মামলায়। এর আগে অ্যালকেমিস্ট মামলায় ওই সংস্থার কর্ণধার কে ডি সিংকে গ্রেফতার করেছে ইডি। এবার ওই মামলায় কেন্দ্রীয় গোয়েন্দারা মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করলেন।