নিউজ ডেস্ক: চন্দ্রযান ৩ এর সাফল্যের পর এবার প্রস্তুতি গগনযান মিশনের। প্রথমবার ভারতের মাটি থেকে মহাকাশ পথে পাড়ি দেবে ইসরোর বিজ্ঞানীরা। গগনযানে চড়ে মহাকাশে পাড়ি দেবেন চার নভশ্চর। প্রথম বার দেশের প্রতিনিধি হিসাবে যাঁরা মহাকাশে যাবেন, মঙ্গলবার তাঁদের নাম ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার কেরলের তিরুঅনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ওই চার জনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
এই চার জনই ভারতীয় বায়ুসেনা (আইএএফ)-র আধিকারিক। তাঁরা হলেন গ্রুপ ক্যাপ্টেন বালাকৃষ্ণণ নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণণ এবং গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল।
গগনযান প্রকল্প ২০২৫ সালে লঞ্চের জন্য নির্ধারিত। এই মিশনের লক্ষ্য হল, মানুষকে মহাকাশে পাঠানোর। শুধু তাই নয় তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য ইসরোর ক্ষমতা প্রদর্শনের লক্ষ্য।
উইং কমান্ডার কিংবা গ্রুপ ক্যাপ্টেন হিসাবে যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় দক্ষ এই চার জন। তবে বেঙ্গালুরুতে বায়ুসেনার নভশ্চর কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁদের। এর আগে রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয় এই চার জনকে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত এই প্রশিক্ষণ চলে। অবশেষে প্রশিক্ষণ শেষে মঙ্গলবার তাঁদের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী জানান, চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের পরে ফের চাঁদে যাবে ভারত। আর এবার নিজেদের সামনে আরও বড় চ্যালেঞ্জ রাখা হবে। তিনি বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে আমরা ফের চাঁদে যাব। আর এবারের সাফল্যের পরে আমাদের লক্ষ্য আরও বড় করেছি। আরও কঠিন হবে সেই মিশন। আমরা চন্দ্রপৃষ্ঠ থেকে স্যাম্পেল নিয়ে আসব এবং পৃথিবীতে নিয়ে আসব আমরা। তার ফলে চাঁদের বিষয়ে আমরা আরও অজানা তথ্য জানতে পারব।’