সন্দেশখালী ঘটনার প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে আসানসোলের বিজেপি যুব মোর্চার নেতা ও
কর্মীদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে।এই অভিযোগ তুলে আসানসোলের ভগৎ সিং মোড়ে পথ
অবরোধ বিক্ষোভ দেখাল বিজেপি। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই পথ
অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলেই আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী
পৌছায় । প্রায় আধঘন্টা পথ অবরোধ করা হয়।
বারাবনির পানুরিয়া এলাকায় যুব মোর্চা
এই মিছিলটি করে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় এই মিছিলটির জন্য কোন অনুমতি
নেওয়া হয়নি। মিছিলে মুখ্যমন্ত্রীর ছবি পড়ানো হয়। এই সময় পুলিশের সঙ্গে কার্যত
ধস্তাধস্তি বাঁধে। এদিন অগ্নিমিত্রা পল অভিযোগের সুরে
বলেন, “বিজেপি কর্মীদের পুলিশ মিথ্যা কেসে ফাসাচ্ছে। রাজনৈতিক আন্দোলন করতে গেলে
পুলিশ শাসক দলের ক্যাডারের মত আচরন করছে। সন্দেশখালির অভিযুক্তদের পুলিশ ধরতে
গড়িমসি করে। আর তার প্রতিবাদ করলে পুলিশ টপাটপ বিজেপি কর্মীদের মিথ্যা কেস দিয়ে
দেয়”।
প্রসঙ্গত মঙ্গলবারও অশান্ত ছিল সন্দেশখালি। নতুন নতুন
অভিযোগের পাহাড় তৈরি হচ্ছে সন্দেশখালিতে। অভিযোগ ওঠে গৌর দাস নামে এক তৃণমূল
কর্মীকে সন্দেহের বশে বাস্তুছাড়া করে শেখ সাহজাহানের বাহিনী। ১১ মাস ঘরছাড়া ছিলেন
গৌর। বাড়ি ফিরতে তাঁকে ৮০ হাজার টাকা তোলা দিতে হয় শাহজাহান বাহিনীকে। তার জমি
দখলের চেষ্টা হয়। সম্প্রতি পুলিশ তার অভিযোগ গ্রহণ করেছে। ওদিকে গোসাবাতেও এক
তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। অগ্নিমিত্রার অভিযোগ পাড়ায় পারায়
সন্দেশখালি তৈরি করে ফেলেছে তৃণমূল।