নিউজ ডেস্ক : ভরা বসন্তের মাঝেই গত কয়েকদিনে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আপাতত শনিবার পর্যন্ত তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার আকাশ কার্যত মেঘলা থাকবে। দিনের সর্বনিন্ম তাপমাত্রা ২০ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
বুধবার ২৮ ফেব্র্রুয়ারি থেকে শুক্রবার ১ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় সেভাবে বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার দার্জিলিং কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সেভাবে বৃষ্টির সম্ভবনা নেই।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেও শীত বিদায় নিয়েছে। তবুও গত কয়েকদিন ভোরের দিকে ঠান্ডার আমেজ রয়ে গিয়েছে। এবার শীতের মরশুমে দফায়-দফায় বৃষ্টি হয়েছে রাজ্যের জেলায়-জেলায়। শীতের বিদায়েও পিছু ছাড়ছে না বৃষ্টি। তবে এবার ধীরে ধীরে তাপমাত্রার পারদ বাড়বে।
অল্প দিনের মধ্যেই তাপমাত্রার পারদ বেশ খানিকটা বেড়ে গিয়ে গরমের অনুভূতি বেড়ে যেতে পারে। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। বুধবার দক্ষিনবঙ্গের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসে।
উল্লেখ্য উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত । এর জেরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায়। জানা যাচ্ছে, অসমের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বুধবার সেভাবে বৃষ্টির সম্ভবনা নেই।
অন্যদিকে পূর্বাভাস অনুযায়ী কলকাতার আকাশের মুখভার থাকার কথা। মঙ্গলবার বিকেলের পর থেকে শহর কলকাতার আবহাওয়ায় কিছুটা বদল লক্ষ্য করা গিয়েছে। অন্য সব জেলার মত বুধবার থেকে কলকাতার তাপমাত্রাও বাড়তে থাকবে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।