নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগেই রাজ্যসভার নির্বাচনে বড় চমক। মঙ্গলবার, হিমাচল প্রদেশের পাশাপাশি রাজ্যসভার নির্বাচন হয় উত্তরপ্রদেশ এবং কর্নাটকেও। তিন রাজ্যেই দেদার ক্রশ ভোটিং হয়েছে। তার জেরে হিমাচল প্রদেশের একমাত্র আসনে জয় হয়েছে বিজেপির।
৬৮ সদস্যের বিধানসভায় দুপক্ষই ৩৪টি করে ভোট পাওয়ায় লটারির মাধ্যমে জয়-পরাজয় নির্ধারিত হয় হিমাচলে। সেখানে রাজ্যসভার একটি আসনে সরাসরি লড়াই ছিল শাসকদল কংগ্রেস এবং বিরোধীদল বিজেপির। সংখ্যাতত্ত্বের নিরিখে উত্তরপ্রদেশের রাজ্যসভার ১০টি আসনের মধ্যে বিজেপির সাত এবং সমাজবাদী পার্টির তিনটি আসনে জয়ী হওয়ার কথা ছিল। তবে ফল প্রকাশের পর দেখা গেল বিজেপি আটটি অর্থাৎ অতিরিক্ত একটি আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির।
ফলত লোকসভা নির্বাচনের আগে হিমাচল প্রদেশে পতনের মুখে কংগ্রেস সরকার। সে রাজ্যের একটি মাত্র রাজ্যসভা আসনের ভোটে মঙ্গলবার জিতেছেন বিজেপির প্রার্থী হর্ষ মহাজন। কংগ্রেসের আইনজীবী নেতা তথা পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত প্রাক্তন রাজ্যসভা সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভিকে হারিয়ে জিতেছেন তিনি। ক্রস ভোটিংয়ের জেরেই এই ফলাফল বলে অভিযোগ কংগ্রেসের।
তবে অন্যদিকে কর্নাটকে চারটি আসনের মধ্যে তিনটি আসনে জয় পেয়েছে কংগ্রেস। কর্নাটকের এই ফলকে বেশি গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। প্রসঙ্গত এবারের রাজ্যসভার ৫৬টি আসনের মধ্যে বিনা লড়াইয়ে জিতেছেন ৪১ জন। বর্তমানে দেশে মাত্র তিনটি রাজ্যে রয়েছে কংগ্রেস সরকার। সেখান থেকে এই নির্বাচনের পর হিমাচলও হাতছাড়া হওয়ার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। অন্যদিকে লোকসভা ভোটের আগেই হিমাচলে কংগ্রেস সরকারের পতন ঘটবে বলে মঙ্গলবার দাবি করেছে বিজেপি।