লোকসভা নির্বাচনের আগেই পদত্যাগ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর। বুধবার দুপুরে এই খবর ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবেদনে জানাও হয় সঙ্কটের মুখে হিমাচল প্রদেশ সরকার। কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং মন্ত্রিত্ব ছাড়ার পর এবার পদত্যাগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমন খবর ছড়িয়ে পড়ে। তবে সুখু নিজের এক্স সহ সমস্ত ভেরিফায়েড অ্যাাকাউন্ট থেকে পোস্ট করে জানান পদত্যাগের খবর ভুয়ো। তিনি দাবি করেন হিমাচলে কংগ্রেস ৫ বছরের মেয়াদ সম্পূর্ণ করবে।