নিউজ
ডেস্ক: কয়েক ঘণ্টার ফাঁকা বাড়িতে দুঃসাহসী চুরি। দরজার তালা ভেঙে
চুরি গেল নগদ ৩৫ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার সোনার গয়না। ঘটনাটি ঘটে মঙ্গলবার
আনুমানিক সকাল দশটা থেকে দুপুর তিনটের মধ্যে। চাকদা থানার অন্তর্গত শিমুরালি উত্তর
এনায়েতপুরে অজয় কুমার মজুমদারের বাড়িতে। এই চুরির হওয়ার ঘটনা রাতে টের পায়
তার পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় চাকদা থানায়। আজ অর্থাৎ বুধবার সকালে
ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ। সরজমিনে ঘটনাস্থল ঘুরে দেখে চাকদা থানার পুলিশ।
পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। সেই মতো তদন্ত শুরু করেছে
চাকদা থানার পুলিশ।
পরিবার
সূত্রে জানা যায়,
নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত শিমুরালি উত্তর এনায়েতপুর এর
বাসিন্দা অজয় কুমার মজুমদার। বিএসএনএল এ কর্মরত। চুঁচুড়ায় পোস্টিং তার। স্ত্রী
দোলন মজুমদার রামলাল প্রাইমারি বিদ্যালয় এর শিক্ষিকা। একমাত্র পুত্র দিশান
মজুমদার রানাঘাট সেন্ট মেরি স্কুলে পড়াশুনা করেন। নবম শ্রেণীর ছাত্র। প্রত্যেক
দিনের মত মঙ্গলবার সকালে বাড়ি থেকে কর্মস্থলে চলে যান অজয় কুমার মজুমদার।
পাশাপাশি তার পুত্র দিশান মজুমদার সকাল আটটার মধ্যে রানাঘাটে নিজের স্কুলে চলে যান
এবং সকাল দশটা নাগাদ তার স্ত্রী দোলন মজুমদার নিজের স্কুলে চলে যান। বাড়ি ফেরেন
তিনটের পর। ফলে সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত বাড়ি ফাঁকা ছিল। সেই সময় এই ঘটনা
ঘটেছে বলে অনুমান তাদের। যদিও বাড়ি ফিরে প্রথম অবস্থায় গৃহবধূ দোলা মজুমদার ও
পুত্র দিশান মজুমদারের নজরে বিষয়টি আসেনি। কারণ এই চুরির ঘটনা ঘটেছে পাশের একটি
তালা দেওয়া বন্ধ ঘরে।
কিন্তু
পরবর্তীতে বিষয়টি তাদের নজরে আসে। দেখেই চিৎকার করে ওঠে পরিবারের সদস্যরা। চিৎকার
শুনে ছুটে আসে প্রতিবেশীরা। খবর দেওয়া হয় অজয় কুমার মজুমদারকে। খবর পেয়ে তৈরি
বাড়ির দিকে ছুটে আসেন অজয় কুমার মজুমদার। এরই মধ্যে রাত গড়িয়ে যায়, খবর দেওয়া হয়
চাকদা থানায়। রাতে পুলিশ না এলেও, আজ অর্থাৎ বুধবার সকালে
ঘটনাস্থলা আসে চাকদা থানা পুলিশ। সমগ্র বিষয় দেখে এবং এই ঘটনার তদন্ত শুরু করে।
পুলিশ এবং পরিবারের সদস্যদের প্রাথমিক অনুমান দোতলার ছাদের ঘরের উন্মুক্ত জানালা
দিয়ে ঢুকে নিচে এসে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।