মণিপুরের ইমফল পূর্ব জেলায় মঙ্গলবার রাতে ভীষণ
গোলাগুলি ভলে বলে জানা গেছে। এদিন রাতে সশস্ত্র দুষ্কৃতীরা অতিরিক্ত পুলিশ সুপার (এসসিপি)-র
গাড়িকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ
করা হয়েছে। জানা গেছে
আত্মরক্ষায় পাল্টা গুলি চালাতে বাধ্য হয় এএসপি-র নিরাপত্তারক্ষীরা। দুষ্কৃতিদেরছোঁড়া গুলিতে জখম হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার
(অপারেশন) এম অমিত সিং, তাঁর দুই এসকর্ট খুলেমবাম বিক্রম সিং
এবং মেইত্রেম প্রশান্ত সিং। আহত সকলকে চিকিৎসার জন্য ইমফলে অবস্থিত
রাজ মেডিসিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী কোন জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
জানা গেছে ইমফল পূর্বের ওয়াংখেই এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার
যখন তাঁর বাসভবনে যাচ্ছিলেন তখন ঘটনাটি সংগঠিত হয়েছে বলে জানা গেছে। এ খবর লেখা
পর্যন্ত দফায় দফায় প্রচণ্ড গোলাগুলি চলছে,
জানিয়েছে রাজ্য পুলিশের সদর দফতরের এক সূত্র। পুলিশের সূত্রটি
জানিয়েছে, কারা অতিরিক্ত পুলিশ সুপারকে লক্ষ করে গুলি
ছুঁড়েছে বা নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে, এ সব কিছুই এখনও অজ্ঞাত। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ছুটে গেছে অতিরিক্ত
নিরাপত্তা বাহিনী। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।