CAA: লোকসভা ভোটের আগে কার্যকর CAA?
নিউজ ডেস্ক: সামনেই আসন্ন লোকসভা নির্বাচন। আর কিছুদিনের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। কিন্তু এর মাঝেই দেশে নাগরিকত্ব সংশোধনী আইন চালু হতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই এই আইন কার্যকর হওয়ার খবরে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে।
সম্প্রতি বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলায় শুরু হয়েছিল আধার কার্ড বাতিল হওয়ার সমস্যা। একাধিক জেলায় বহু মানুষের আধার নিষ্ক্রিয় হয়েছিল। সেই বিষয়কে কেন্দ্র করেই তৃণমূল তরফে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তবে এই বিতর্কের আঁচ নিভতে না নিভতেই এবার সিএএ নিয়ে নতুন জল্পনা শুরু হল। সূত্র মারফত জানা গেছে, লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জারি করতে পারে CAA নোটিফিকেশন।
উল্লেখ্য বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের হিন্দু সহ ৬টি সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দিতেই আনা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন(CAA)। ২০১৯ সালে এই আইনটি সংসদের অনুমোদন পেয়ে তৈরি হয়েছিল। তবে এই আইনের নিয়ম তৈরি হয়নি এতদিনে। তবে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল, সিএএ সংক্রান্ত নিয়ম তৈরি হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, মার্চের শুরুতেই তিনবার বাংলায় পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে মোদীর বঙ্গ সফরের মাঝেই সিএএ কার্যকর হলে বঙ্গ বিজেপির ভিত বাংলায় বেশ শক্ত হবে বলেই মনে করা হচ্ছে। তবে লোকসভা ভোটের আগে এই আইন জারি করা হলে দেশজুড়ে বিরোধ শুরু হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সত্যিই কি লোকসভা ভোটের আগেই কার্যকর হবে CAA?- এই প্রশ্নের উত্তর পেতে এখন শুধু সময়ের অপেক্ষা।