আমি শুনতেই পাইনি। অনেকে আমার
নাম স্লোগান দিচ্ছিল তবে পাকিস্তান জিন্দাবাদ বলেছে বলে শুনিনি। চাপে পড়ে দায়সাড়া প্রতিক্রিয়া
দিলেন কংগ্রেসের রাজ্যসভার জয়ী প্রার্থী নাসির হুসৈন। তবে যারা শুনেছেন বা জেনেছেন
তাঁরা নিন্দা জানাচ্ছেন। সামাজিক মাধ্যমে ছয়লাপ তার সমর্থকদের স্লোগান। কর্নাটক কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে পাকিস্তান
জিন্দাবাদ স্লোগান দেওয়ার অভিযোগ করল বিজেপি। রাজ্যসভা নির্বাচনে
জয়ের পর বিজয়ী প্রার্থী নাসির হুসেনের অনুগামীরা ‘পাকিস্তান
জিন্দাবাদ’ ধ্বনি দিয়েছে বলে দাবি করেছে তারা। মঙ্গলবার সারা দেশের মতো কর্নাটকে
ছিল রাজ্যসভার নির্বাচন। নির্বাচনে কংগ্রেস প্রার্থী করেছিলেন মল্লিকার্জুন
খাড়গের রাজনৈতিক সচিব নাসির হুসেন-কে। নির্বাচনে জেতার পর সংবাদমাধ্যমের মুখোমুখি
হয়েছিলেন হুসেন। সেই সময় খাড়গের রাজনৈতিক সচিবের অনুগামীরা ‘পাকিস্তান জিন্দাবাদ’
স্লোগান দিয়েছেন বলে অভিযোগ বিজেপির।
রাজ্যসভার
নির্বাচনের ফলাফল প্রকাশের কিছুক্ষণ পরে নাসির হুসেনের অনুগামীদের নানান স্লোগানের মাঝে ‘পাকিস্তান
জিন্দাবাদ’ স্লোগানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিজেপির আইটি
সেলের সভাপতি অমিত মালব্য। পোস্ট করা ভিডিয়োটিতে পাকিস্তানের হয়ে স্লোগান দিতে
শোনা গেছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ওয়েস্ট বেঙ্গল লাইভ।
এক্স বার্তায়
বিজেপির আইটি সেলের সভাপতি অভিযোগের সুরে
লিখেছেন, “পাকিস্তানের প্রতি কংগ্রেসের আবেগদেশের জন্য খুবই বিপজ্জনক। বিরুদ্ধে বিজেপি আন্দোলনে সামিল হবে।
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান মন্তব্যের নিন্দা করে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী
প্রহ্লাদ জোশী, “তিনি বলেছেন কংগ্রেসের সাংসদের পাশে পাকিস্তান জিন্দাবাদ বলা
হয়েছে। এর দায় উনি এড়িয়ে যেতে পারেন না। এর তদন্ত হওয়া উচিত। যা হয়েছে তা নিন্দনীয়
বললে খুব কম বলা হবে। এর আগে কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে দেশ বিরোধী কাজের অভিযোগ উঠেছে।
কংগ্রেসের হাইকমান্ড চুপ কেন?”
তবে চাপে পড়ে স্পিকার এই ঘটনাকে
বিধানসভার বাইরের বলে দায় এড়াতে চেয়েছেন। ইউ টি খান্ডের বলেছেন, “যা হয়েছে তা বিধানসভার
পরিসসের বাইরে হয়েছে। ফলে তা স্পিকারের এক্তিয়ারের বাইরে। পুলিশের তদন্ত করা উচিত এবং
আইন মেনে শাস্তি হবে”। অডিওটিকে ফরেসিক ল্যাবে পাঠানর নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া।
অন্যদিকে, ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের
প্রতিবাদ করে সরব হয়েছেন কর্নাটক বিধানসভার বিজেপি বিধায়কররা। বিধানসভার সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেস
সরকার বরখাস্তের দাবি করা হবে বলেও জানিয়েছেন বিধায়করা। সেই সঙ্গে রাজ্যজুড়ে
আন্দোলনেরও ইঙ্গিত দিয়েছেন।