নিউজ ডেস্ক : ফের বৃষ্টির ভ্রুকুটি শনিবার। সপ্তাহের শেষে বদলে যাবে আবহাওয়া। বৃষ্টি বাড়তে পারে রবিবার। উত্তর পূর্বের দুই রাজ্যে শনি রবিবার তুষারপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। রোদের তাপ থাকবে। দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে গরম অনুভূত হবে।তবে আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড়-বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কয়েকটি জেলায়। তার আগে শুক্রবার পর্যন্ত শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া থাকবে রাজ্যে। শনিবার দুপুরের পর থেকে মেঘলা আকাশ।
উত্তর পূর্বের দুই রাজ্য সিকিম ও অরুণাচলে শনি রবিবার তুষারপাতের আশঙ্কা। সিকিমে তুষারপাত এর প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।ফলে হালকা বৃষ্টি সহ শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকায়। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই । সেই বৃষ্টির প্রভাব কাটিয়ে আগামী বুধবার অর্থাৎ মার্চের ৬ তারিখ থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। এমনটাই বলছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে রবি ও সোমবার মূলত পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টির বেশি সম্ভাবনা মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।
অন্যদিকে শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতায়। রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তার আগে বাড়বে তাপমাত্রা। বেশিরভাগ জায়গায় ৩০ ডিগ্রি পেরিয়ে যাবে তাপমাত্রা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা থাকবে ৩০ -৩১ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২০-২১ ডিগ্রি থাকবে।
উল্লেখ্য উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত এবং অসমের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। শনিবার পর্যন্ত পারদ আরও কিছুটা ঊর্ধ্বমুখী হবে। তবে রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।