নিউজ ডেস্ক: অবশেষে পুলিশি বাঁধা পেরিয়ে রামপুর থেকে ঘাট পেরিয়ে জেলিয়াখালি পৌঁছলেন শুভেন্দু অধিকারী। যদিও হাইকোর্টের অনুমতি সত্ত্বেও বৃহস্পতিবার সকালেই আবারও সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাঁধার মুখে পড়ে শুভেন্দু অধিকারী। বাঁধার মুখে পড়ে তিনি জানান আদালতের নির্দেশেই সন্দেশখালি যাবেন। এরপর রামপুরে খানিকক্ষণ আটকানোর পরেই সই করিয়ে ছাড়া হল বিরোধী দলনেতাকে।
কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতার সন্দেশখালি যাত্রার বিরোধিতা করে প্রধান বিচারপতি কৌশিক চন্দ্রের গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি জানান, মামলা দায়ের করুন ,এখনই শুনানি করতে হবে তেমন তাড়াহুড়ো নেই।
প্রসঙ্গত, সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বুধবার রাতেই গ্রেফতার করে পুলিশ। এবার শাহজাহানের গ্রেফতারি নিয়ে ফের চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শাহজাহানের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পর এক্স হ্যান্ডলে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লিখেছেন,মমতা পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শাহজাহান। বুধবারও একই দাবি করেছিলেন বিরোধী দলনেতা। এরই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এটা গ্রেফতার নয় মিউচ্যুয়াল অ্যাডজাস্টমেন্ট। রাজকীয়ভাবে থাকবে মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবে। এমনই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইডি হেফাজতের দাবি করেন তিনি। সিবিআই এই কেস অধিগ্রহণ করুক। উল্লেখ্য এর আগে একাধিক বার সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাঁধার মুখে পড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।