নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে শুক্রবারই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বার রাতে কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১ মার্চ রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আতিথেয়তা গ্রহণ করবেন তিনি।
জানা গেছে শুক্রবার সকালে দিল্লি থেকে রওনা হয়ে হেলিকপ্টারে দুর্গাপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে মোদী যাবেন ঝাড়খণ্ডের সিন্দ্রি হেলিপ্যাডে। ঝাড়খণ্ডের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রীর কনভয় আসবে ধানবাদ হেলিপ্যাডে। সেখান থেকে হেলিকপ্টারে তিনি যাবেন আরামবাগে।
এর আগে ১১ জানুয়ারি তিনি পশ্চিমবঙ্গে রাত্রিবাস করেছিলেন। তবে সে বার রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর মিলেনিয়াম পার্কে অনুষ্ঠান সেরে তিনি গিয়েছিলেন বেলুড় মঠে। সেখানকার অতিথি আবাসে রাত্রিযাপন করেছিলেন মোদী। আর এ বার জোড়া সভা করতে এসে রাজভবনে রাত্রিযাপন করবেন মোদী।
প্রসঙ্গত,সন্দেশখালি কাণ্ড নিয়ে এখনও উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রধানমন্ত্রী রাজ্যে আসার ঠিক আগেই বৃহস্পতিবার গ্রেফতার হয় শেখ শাহজাহান। ঠিক সেই আবহে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে এসে তিনি হুগলির আরামবাগ, নদিয়ার কৃষ্ণনগর এবং বারাসতে সভা করবেন। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে চলতি বছরে রাজ্যে এই প্রথম নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য কৃষ্ণনগরের জনসভা শেষে রাজ্য ছাড়বেন প্রধানমন্ত্রী। তবে রাজভবনে রাত্রিবাসকালে বিজেপির কোনও প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবে কিনা বা দুদিনের জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের কাছেই বা তিনি কি বার্তা দেবেন তা এখনও স্পষ্ট নয়।