নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনা জেলা পরিসদের মৎস কর্মাধক্ষ্য। সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেস সভাপতি। কিন্তু সেই সাধারণ নেতার হাতেই নাকি সন্দেশখালীর গোটা সাম্রাজ্য রয়েছে। রাজনৈতিক মহলে শেখ শাহজাহান রাজ্যের অন্যতম তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক এর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যিনি এই মুহূর্তে রেশন দুর্নীতি মামলায় জেল বন্দি। সন্দেশখালির আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় বাম জমানার শেষ দিক থেকে সন্দেশখালিতে উত্থান হতে শুরু করে
শেখ শাহজাহানের।
মাথার উপরে লাল ঝাণ্ডার ছায়ায় কোনরকম ঝামেলা ছাড়াই উঠে পড়েন এই নেতা। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ ও শোনা যেতে শুরু করে। গরু পাচার, কাঠ পাচারের মতো উল্লেখযোগ্য অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একসময় উঠেছিল হেরোয়িন পাচার ও ব্যবসার অভিযোগ। যিনি নিজে নাকি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে এসেছিলেন। এমনটাও শোনা যায় কানাঘুষো।
এরপরে বামেদের সরিয়ে ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল। ক্ষমতা থেকে বামেরা সরে যাওয়ার পর সেই বাহিনীর সঙ্গ ত্যাগ করে শাহজাহান। যোগ দেন তৃণমূলে। সেখানে এক শীর্ষ নেতার হাত ধরে তৃণমূলে পদ পান শাজাহান। তারপরেও প্রতি পদ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। শুধু তাই নয় ২০১৯ সালে লোকসভা নির্বাচনে নুসরাত জাহানকে বসিরহাট থেকে প্রার্থী করে তৃণমূল। তখন নাকি সংখ্যা লঘু ভোটব্যাংক নিশ্চিত করতে বহু কাঠখড় পুড়িয়ে ছিলেন শেখ শাহজাহান। যা নুসরাতের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। এমনটাই সংশ্লিষ্ট মহলের ধারণা।
অন্যদিকে শাহজাহানের মদতে রোহিঙ্গাদের শিবির চলে বলেও অভিযোগ। সূত্রের খবর,ইডির আধিকারিকরা মনে করছেন রেশন দুর্নীতিতে বড়সড়ো ভূমিকা রয়েছে এই শেখ শাহজাহানের। এলাকায় নাকি তার ইশারাতে গাছের পাতা নড়ে। তবে বর্তমানে কিছুদিনের মধ্যে সম্পূর্ণ বদলে গিয়েছে পরিস্থিতি। গ্রেফতার হওয়ার ভয়ে কুর্সি ছেড়ে গোপন ডেরায় আস্তানা নিয়েছিলেন সন্দেশখালীর এই বেতাজ বাদশা। এরপর থেকেই তার বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়িয়ে ছিলেন এলাকার বাসিন্দারা। সন্দেশখালি মহিলারা এতদিন ভয়ে মুখে কুলুপ এঁটে থাকতে বাধ্য হয়েছিল। কিন্তু আজ তারাই ঝাঁটা লাঠি হাতে নিয়ে প্রতিবাদে এমেছেন রাস্তায়।
জানা যায় বেশিরভাগ জমিই নাকি গ্রামবাসীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছিলেন শেখ শাহজাহান। সেখানে গড়ে উঠেছিল তার মাছের ভেড়ি। এছাড়াও জমি জবর দখল, মানব পাচার, মহিলাদের শ্লীলতাহানি ছাড়াও আরো বড় বড় কুকীর্তির অভিযোগ রয়েছে শাহাজাহানের বিরুদ্ধে। এক কথায় বলা বাহুল্য সন্দেশখালি তে এক ট্রেকার ড্রাইভার থেকে সেখানকার বেতাজ বাদশা হিসেবে শেখ শাহজাহানের উত্থানের কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও।