নিউজ ডেস্ক: সন্দেশখালির মাটিতে এবার সভা করতে চাইছে গেরুয়া শিবির। আগামী ১০ মার্চ সন্দেশখালিতে সভা করতে চায় বিজেপি। এমনই ইচ্ছাপ্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী৷ অন্যদিকে ওই একই দিনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ রয়েছে। ওই সমাবেশে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের বঞ্চনার বিষয় নিয়ে বক্তব্য রাখবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবার দুপুরেই জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষও। যদিও শুভেন্দুর সন্দেশখালি যাওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। তবে রাজ্যের আবেদনের দ্রুত শুনানির জন্য রাজ্যের আর্জি খারিজ হয়ে গেছে। তাই সন্দেশখালিতে পা রেখেই সভার ঘোষণা করলেন শুভেন্দু। জানালেন, ১০ মার্চ, তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিন সন্দেশখালিতে সভা করবে বিজেপি।
প্রসঙ্গত, জেলিয়াখালি ঢুকতেই শুভেন্দু অধিকারিকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা ‘জয় শ্রীরাম’ধ্বনি দেয়। শঙ্খধ্বনি – উলুতে ভরে ওঠে সন্দেশখালির আকাশ – বাতাস। মাথায় পাগড়ি, গলায় গামছা নিয়ে শুভেন্দু ও শংকর গ্রামে গ্রামে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।
তবে শুভেন্দুর এই সভায় পুলিশ এখনও অনুমতি দেয়নি। যদিও যে সময়ে এই অনুমতি চাওয়া হয়েছিল সেই সময়ে শাহজাহান গ্রেফতার হয়নি। কিন্তু এখন পুলিশের জালে সন্দেশখালির বাঘ। তাই এই পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁদের অনুমতি দেবে কিনা সেই নিয়ে জল্পনা বাড়ছে।