নিউজ ডেস্ক: ইসরোর রকেটের উপর চিনের পতাকার ছবি। সম্প্রতি ইসরোর এক বিজ্ঞাপনী পোস্টার ঘিরে নয়া বিতর্কে তামিলনাড়ুর ডিএমকে সরকার। বুধবারই থুদুকুড়ি জেলার কুলশেখরপট্টিনম শহরে ইসরোর নয়া রকেট উৎক্ষেপণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই রকেট উৎক্ষেপণ কেন্দ্রর বিজ্ঞাপনী পোস্টারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছবির সঙ্গে, চিনের পতাকা ব্যবহার করেছে ডিএমকে। ইসরোর বিজ্ঞাপনে তামিলনাড়ু সরকারের মস্ত এই ভুল ধরতে পেরেই তুলোধনা করল কেন্দ্রের বিজেপি সরকার।
ঘটনার পিছনে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনা চিনের প্রতি ডিএমকের দায়বদ্ধতা স্পষ্ট হয়েছে বলে দাবি করেছে তারা।