নিউজ ডেস্ক: মেলামেশায় বাধা হওয়ায় দেড় বছরের শিশুপুত্রকে নৃশংস ভাবে খুন করে হাওড়াগামী ট্রেনে তুলে দিয়েছিল অন্ধ্রপ্রদেশের বাসিন্দা মা ও তার প্রেমিক। বৃহস্পতিবার সেই মামলায় ২ জনকে ফাঁসির সাজা দিলো হাওড়া ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট। মা হাসিনা সুলতানা ও তার প্রেমিক ভান্নু শা কে এই সাজা শোনালো হাওড়া আদালত। বিচারপতি সন্দীপন চক্রবর্তী দুই অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছেন।
প্রায় ৮ বছর পর সাজা ঘোষণা করল হাওড়া ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের গুন্টুরের এক রাইসমিল কলোনিতে দেড় বছরের ছেলে জিশানকে নিয়ে মায়ের সঙ্গে থাকত হাসিনা। প্রথমদিকে স্বাভাবিক ছন্দেই চলছিল জীবন। এরপর ২০১৫ সালের শেষদিকে সমস্যার সূত্রপাত। পুরনো প্রেমিক ভান্নুর সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়ে হাসিনা। ২০১৫ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যেয় ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় হাসিনা। প্রেমিকের সঙ্গে চলে যায় হায়দরাবাদে। সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা থাকতে শুরু করে। এদিকে নাতির খোঁজ না পেয়ে হাসিনার মা থানায় নিখোঁজ ডায়েরি করেন।
অন্যদিকে ২০১৬ সালের ২২ জানুয়ারি প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ছেলেকে খুন করে একটি ব্যাগে ভরে ফলকনামা এক্সপ্রেসে তুলে দেয় হাসিনা। পরেরদিন অর্থাৎ ২৪ জানুয়ারি ট্রেনটি হাওড়ায় পৌঁছনোর পরই উদ্ধার হয় খুদের দেহ। এরপরেই হাওড়া জিআরপি থানা মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে খোঁজ মেলে হাসিনা ও ভান্নুর। এরপর ১৫ জন সাক্ষীর বয়ান অনুযায়ী হাসিনা ও ভান্নুকে দোষী সাব্যস্ত করে আদালত।