নিউজ ডেস্ক : ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। শনিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকলেও রবিবার থেকে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। রবি ও সোমবার মূলত পশ্চিমে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।মোটের ওপর উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। অন্যান্য জায়গায় শুষ্কই থাকবে আবহাওয়া। তবে সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণ বঙ্গেও রবিবার ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিনের একাধিক জেলাগুলিতে। আংশিক মেঘলা থাকবে আকাশ। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা আপাতত নেই। রবিবার থেকে ফের একবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ হতে পারে।
অন্যদিকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রবিবার ফের একবার বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতার বিভিন্ন এলাকায়। কিন্তু এবার ধীরে ধীরে ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। দিন এবং রাতের তাপমাত্রাও বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে। অর্থাৎ ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়তে পারে কলকাতাবাসীর। আপাতত পরিষ্কার আকাশ থাকবে। শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।