ভারতীয় সেনার হাতে নয়া ব্রহ্মাস্ত্র আসতে চলছে। নিমেশেই শত্রু হবে শেষ। এই অস্ত্রের এখনও নামকরণ করা হয়নি। পরীক্ষামূলক অবস্থায় রয়েছে এই অস্ত্র। প্রাথমিক নাম রাখা হয়েছে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (VSHORADS) ।
ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পরপর দু দিন এই মানব বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেমের পরীক্ষা করা হয়। বুধবার ও বৃহস্পতিবার পরীক্ষায় পুরোপুরি সফল হয়েছে এই অস্ত্র।