নিউজ ডেস্ক : বসন্তেও ভোরের দিকে কুয়াশা, হালকা শীতের আমেজ। তবে বেলা বাড়লেই অসহ্য গরম। এই হল এখনকার পরিস্থিতি। আবহাওয়া দফতর সুত্রে জানিয়েছে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে হবে বৃষ্টিও ।বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। রবিবার ফের বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস।বৃষ্টি হতে পারে মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ হতে পারে।
তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, সপ্তাহান্তে ভিজতে পারে উত্তরবঙ্গও।আপাতত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে । সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। সিকিম ও অরুণাচলে শনি এবং রবিবার তুষারপাতের আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টি, এমনকী শিলা বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকায়।
কলকাতায় আপাতত পরিস্কার আকাশ। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবার থেকে ফের মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। রাতের তাপমাত্রাও ২২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।